ইন্টেরিয়র খরচ নির্ভর করে, আপনার ডিজাইন নকশা ও ম্যাটেরিয়ালস এর উপর। তাই আপনার প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত না জেনে সঠিক উত্তর দেওয়া সম্ভব নয়।
তবে আনুমানিক সিলিং ৪৫০ থেকে ৮৫০ টাকা, কেবিনেট ১২০০ থেকে ৩০০০ টাকা, ওয়াল প্যানেলিং ৪৫০ থেকে ৮৫০ টাকা পর্যন্ত হতে পারে।
তবে আমাদের সাথে যোগাযোগ করে, বিস্তারিত তথ্য দিলে আমরা আপনাকে সহযোগিতা করতে পারব এবং এই ব্যাপারে বিস্তারিত তথ্য আপনাকে প্রদান করা হবে।
বাজারে যেমন অনেক ধরনের বোর্ড রয়েছে, তেমনি প্রতিটা বোর্ডের নিজস্ব বৈশিষ্ট্য আছে। আপনার ডিজাইন ও পারিপার্শ্বিক আবহাওয়ার উপর ভিত্তি করে বোর্ড সিলেকশন করা উচিত।
আবার প্রতিটা বোর্ডের লো কোয়ালিটি/হাই কোয়ালিটি রয়েছে যা আপনার বাজেট অনুযায়ী নির্বাচন করতে হবে।
ছাদ ঢালাইয়ের পূর্বে যোগাযোগ করা উত্তম তাহলে কোন রিওয়ার্ক বাক কাটাছেঁড়া করা লাগবেনা। তবে অবশ্যই ওয়াল গাথুনির পূর্বেই আর্কিটেক্ট এর সাথে মিটিং করা উচিত।
টাইলস ফিটিংস এর পরে যদি যোগাযোগ করেন,তাহলে অনেক সীমাবদ্ধতা চলে আসে ডিজাইনে। যারা রেডি এপার্টমেন্ট নিয়ে ইন্টেরিয়র করতে যোগাযোগ করেন, অধিকাংশ ক্ষেত্রে কমবেশি ভাঙচুর করা লাগে যা কষ্টসাধ্য এবং ব্যয়সাধ্য।